কে এই মেজর সিনহা ? কেনো তাকে হত্যা করা হলো ?
সিনহা কেমন ছিলেন, কেন চাকরি ছেড়েছিলেন? সবাই বিয়ে করে তুমি বিয়ে করো না কেন- মায়ের এমন প্রশ্নে সিনহা বলতো, ‘আরে ওসব ঝামেলায় জড়ায়ে লাভ নেই। আমি ঘুরতে যাব, এখানে যাব সেখানে যাব। পিছুটান থাকলে সব কাজ সঠিকভাবে করা যায় না।