আসসালামু আলাইকুম , বন্ধুরা আশা করি আপনারা সকলে ভাল আছেন। আমরা দেখতে দেখতে প্রায় Microsoft Word এর বিভিন্ন tab এর কাজগুলো শিখতেছি। MS Word Bangla Part-05 পর্বে আমরা View Tab নিয়ে কথা বলবো।
তো চলুন View Tab এর সাথে পরিচিত হয়ে নেই

উপরের চিত্রে আমরা View Tab এর একটি চিত্র দেখতে পাচ্ছি। view tab এ আমরা দেখতে পাচ্ছি
- Document views
- Show/Hide
- Zoom
- Window
- Macros
তাহলে চলুন আমরা প্রথমে Document Views সম্পর্কে জেনে নেই

আমরা Document View টুলবার দিয়ে বিভিন্নভাবে view নিয়ে কাজ করতে পারবো। আমরা যে view নিয়ে কাজ করতে পছন্দ করি সেভাবে কাজ করতে পারবো।যা উপরের ছবি লক্ষ্য করলে বুঝতে পারবেন।
Show/Hide

উপরের ছবিতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন অংশ দেখা যাচ্ছে, Ruler, Gridlines, Document Map, Thumnails, message bar ইত্যাদি tools দেখতে পাবেন। সেসব এ ক্লিক করলে আপনারা নিজে নিজে বুঝতে পারবেন কাজগুলো।
Zoom

উপরের টুলবারের কাজ zoom করে বিভিন্নভাবে দেখা যার ইন্টারফেস নিচের ছবির মত দেখতে

আপনারা নিজে নিজে একটু এসব নিয়ে একটু ঘাটলে বুঝতে পারবেন।
Window

New Window: আপনি যখন word file এ কাজ করেন তখন নতুন করে সেই একই কাজটি আর একটি New window তে ক্লিক করলে নতুন আর একটি window আসবে একই রকম।
Arrange All: আমরা যদি Arrange All এ ক্লিক করি তাহলে Microsoft Office এ যদি ২টা এ word ফাইল ওপেন থাকে তাহলে নিচের চিত্রের মত আমরা দেখতে পারবো।

Arrange All ক্লিক করার সুবিধা হল যে আমরা একই ডকুমেন্ট এ যখন কাজ করি তখন কিছু কিছু সময় আমাদের একসাথে ১ম পেজ ও ৩য় পেজ এ একই কাজ করার দরকার পরে তখন আমরা Split ব্যবহার করতে পারি।
View Side by Side: এ টুলবারের কাজ হল ২টা word file পাশাপাশি সাজানো যা আমরা নিচের চিত্র দেখলে বুঝতে পারবো।

তো বন্ধুরা এ পর্বে আমরা শুধু View Tab এর Important বিষয়গুলো নিয়ে কথা বললাম এবং ছবির সাহায্যে খুব সহজে বুঝানোর চেষ্টা করেছি। আশা করি শিখতে পারবেন। আমাদের ওয়ার্ড এর আরও পর্ব দেখতে ক্লিক করুন ধন্যবাদ।
MS Word Download Link: Click Here
শেয়ার করুন